জগতের ইতিহাস বারবার প্রমাণ করিয়া দিয়াছে যে,এক জাতিকে অন্য কোনও জাতি হাত ধরিয়া তুলিয়া দিতে পারে না। - চিত্তরঞ্জন দাস

 

জগতের ইতিহাস বারবার প্রমাণ করিয়া দিয়াছে যে,এক জাতিকে অন্য কোনও জাতি হাত ধরিয়া তুলিয়া দিতে পারে না। - চিত্তরঞ্জন দাস
.............................

[চিত্তরঞ্জন দাশকে বিশ শতকের বাংলার সবচেয়ে প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দের অন্যতম বলে মানা হয়। তিনি সি.আর দাশ নামেই সমধিক পরিচিত ছিলেন এবং সাধারণ মানুষ তাঁকে 'দেশবন্ধু' আখ্যা দিয়েছিলেন। মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালের ৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে সুনাম অর্জন করেন। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার পক্রিয়ায় তাঁর পেশাগত সওয়াল-জবাবেই অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেওয়া হয়। তিনি অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অসহযোগ আন্দোলন চলাকালে মহাত্মা গান্ধীর আহবানে সাড়া দিয়ে আইনজীবীর পেশা পরিত্যাগ করেন। ব্রিটিশ সরকার তাঁকে অনেকবার কারাগারে অন্তরীণ করে। তবে গান্ধী যখন অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করেন তখন সি.আর দাশ তার তীব্র সমালোচনা করেন। ১৯২২ সালে তিনি স্বরাজ দল স্থাপন করেন। ১৯২৩ সালে অনুষ্ঠিত বঙ্গীয় বিধান পরিষদের নির্বাচনে স্বরাজ দল উল্লেখযোগ্য ফল করে। ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশন-এর নির্বাচনে স্বরাজবাদী বিজয় অর্জন করে এবং সি.আর দাশ প্রথম মেয়র নির্বাচিত হন। মাত্র পঞ্চান্ন বছর বয়সে ১৯২৫ সালের জুন মাসে দেশবন্ধুর মৃত্যু হয়।]*

ভারতের স্বাধীনতা সংগ্রাম,কিছু বিখ্যাত উক্তি *


মনের স্বাধীনতাই আসল স্বাধীনতা।যাঁর মন স্বাধীন নয়,তিনি শৃঙ্খলিত না হয়েও দাস,স্বাধীন মানুষ নন। - বি আর আম্বেদকর

আজ ভারতের প্রধান কর্তব্য,নিজেকে গুছিয়ে তুলে সুবিন্যস্ত ও ঐক্যবদ্ধ ক্ষমতায় পরিণত হওয়া। - সর্দার বল্লবভাই প্যাটেল

স্বাধীনতার পরে গোটা বিশ্বে সকলেই আপ্লুত হয়ে ওঠে।কিন্তু,জীব সব সময়ই তার শৃঙ্খলটি ভালবাসে। - অরবিন্দ ঘোষ

জগতের ইতিহাস বারবার প্রমাণ করিয়া দিয়াছে যে,এক জাতিকে অন্য কোনও জাতি হাত ধরিয়া তুলিয়া দিতে পারে না। - চিত্তরঞ্জন দাস

যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না - এপিজে আবদুল কালাম

স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। - মহাত্মা গান্ধী

স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। – বাল গঙ্গাধর তিলক

ভারতবাসী হিসাবে একটা কথা মনে রাখা উচিত…নাগরিক হিসাবে তাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে। – সর্দার বল্লবভাই প্যাটেল

ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোন মূল্য নাই । - মহাত্মা গান্ধী

স্বাধীনতা শুধু কেবল একটা নামমাত্রই ত নয়। … এর মূল্য দিতে হয়। কিন্তু কোথায় মূল্য? কার কাছে আছে? – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অসীম উৎসাহ,অপরিমেয় তেজ ও অদম্য সাহস লইয়া আমরা আসিয়াছি,তাই আমাদের জীবনের স্রোত কেহ রোধ করিতে পারিবে না – সুভাষ চন্দ্র বসু / নেতাজি

স্বজাতি-প্রতিষ্ঠা ভালই হউক বা মন্দই হউক,যে জাতিমধ্যে ইহা বলবতী হয়, সে অন্য জাতি অপেক্ষা প্রবলতা লাভ করে। - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয়। কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন। তাই যে কোনও মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত। - মহাত্মা গান্ধী

তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। – সুভাষ চন্দ্র বসু

স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। – বাল গঙ্গাধর তিলক

দেশপ্রেম ধর্ম এবং দেশপ্রেমই ভারতের জন্য ভালবাসা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

*[অসংখ্য বই,বিখ্যাত মানুষদের জীবনী,সংকলন গ্রন্থ,ম্যাগাজিনের পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করেই তুলে আনা হয়েছে ‘উক্তি খাতা’র অসংখ্য মনিমুক্তো।জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় না বলেই আমরা মনে করি।সীমাহীন এই জ্ঞানভান্ডারে আপনি স্বাগত।নিজে পড়ুন,অন্যকে পড়াতে শেয়ার করুন। ইংরাজিতে বিখ্যাত মানুষদের উক্তি পড়তে ক্লিক করতে পারেন www.whoquoteswhat.blogspot.com ব্লগ সাইটে।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement