যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না - এ পি জে আবদুল কালাম

 
যদি আমরা স্বাধীন হতে না পারি কেউ আমাদের শ্রদ্ধা করবে না - এ পি জে আবদুল কালাম

[পুরো নাম আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম। একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানীর পাশাপাশি তিনি ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি (২০০২ - ২০০৭)। তাঁর জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পড়াশোনা করেছিলেন। জীবনে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন এপিজে আবদুল কালাম। চল্লিশ বছর তিনি ডিআরডিও ও ইসরোয় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়।লিখেছেন একাধিক বই। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।২০১৫ সালের ২৭শে জুলাই তারিখে তিনি পরলোক গমন করেন।]*


এ পি জে আবদুল কালামের কিছু বিখ্যাত উক্তি *


স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে।- এ পি জে আবদুল কালাম

ওটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ,স্বপ্ন তা-ই যা তোমাকে ঘুমোতে দেয় না।- এ পি জে আবদুল কালাম

সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। - এ পি জে আবদুল কালাম

মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না।- এ পি জে আবদুল কালাম

বৃষ্টির সময় প্রত্যেকটি পাখিই কোথাও না কোথাও আশ্রয় পায়। কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।- এ পি জে আবদুল কালাম

আমি সুদর্শন নই। কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য হৃদয়ে,মুখে নয়।- এ পি জে আবদুল কালাম

কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ,কিন্তু কঠিন হল কারও মন জয়।- এ পি জে আবদুল কালাম

জীবন এক কঠিন খেলা। সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারলেই এ খেলায় জেতা যায়।- এ পি জে আবদুল কালাম

আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারবেন না,কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। - এ পি জে আবদুল কালাম

একটা ভালো বই ১০০ জন বন্ধুর সমান,কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান।- এ পি জে আবদুল কালাম


*[অসংখ্য বই,বিখ্যাত মানুষদের জীবনী,সংকলন গ্রন্থ,ম্যাগাজিনের পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করেই তুলে আনা হয়েছে ‘উক্তি খাতা’র অসংখ্য মনিমুক্তো।জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় না বলেই আমরা মনে করি।সীমাহীন এই জ্ঞানভান্ডারে আপনি স্বাগত।নিজে পড়ুন,অন্যকে পড়াতে শেয়ার করুন। ইংরাজিতে বিখ্যাত মানুষদের উক্তি পড়তে ক্লিক করতে পারেন www.whoquoteswhat.blogspot.com ব্লগ সাইটে।]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement