স্বাধীনতার পরে গোটা বিশ্বে সকলেই আপ্লুত হয়ে ওঠে।কিন্তু,জীব সব সময়ই তার শৃঙ্খলটি ভালবাসে - অরবিন্দ ঘোষ

 

স্বাধীনতার পরে গোটা বিশ্বে সকলেই আপ্লুত হয়ে ওঠে।কিন্তু,জীব সব সময়ই তার শৃঙ্খলটি ভালবাসে - অরবিন্দ ঘোষ
..............................

[ অরবিন্দ ঘোষ একাধারে ছিলেন ভারতের জাতীয়তাবাদী নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক। ১৮৭২ সালের ১৫ আগস্ট কলকাতায় তাঁর জন্ম।অরবিন্দের বাবা ছিলেন সেই সময়ের প্রখ্যাত চিকিৎসক কৃষ্ণধন ঘোষ। অরবিন্দের মা ছিলেন স্বর্ণলতা দেবী। ব্রাহ্ম আন্দোলনের নেতা রাজনারায়ণ বসু ছিলেন অরবিন্দের মাতামহ। অরবিন্দ প্রথমে দার্জিলিঙে পরে বিলেতে পড়াশুনো করেন। বিলেত থেকে দেশে ফিরে তিনি বিপ্লবী ভাবধারায় জড়িয়ে পড়েন।আলিপুর বোমা মামলায় তিনি অভিযুক্ত হয়ে জেলে গেলেও শেষপর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান।জেলে থাকা অবস্থায় অরবিন্দের জীবনে পরিবর্তন শুরু হয়। তিনি আধ্যাত্মিক সাধনার প্রতি আকৃষ্ট হন। বিপ্লবী অরবিন্দ ‘ঋষি অরবিন্দে’ পরিণত হন। অরবিন্দ শেষজীবন পন্ডিচেরির আশ্রমে অতিবাহিত করেন। ১৯৫০ সালের ৫ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।]* 

অরবিন্দের কয়েকটি বিখ্যাত উক্তি


স্বাধীনতা ও স্বাধিকার মানুষের মানুষের সহজাত অধিকার।- অরবিন্দ ঘোষ

দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়,তবে আমি অপরাধী। - অরবিন্দ ঘোষ

কোনও দেশ বা জাতিই এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না।- অরবিন্দ ঘোষ

যেমন সারা সংসারের পরিবর্তন হচ্ছে, তেমনই ভারতকেও পরিবর্তিত হতে হবে। - অরবিন্দ ঘোষ

ভারত বৈষয়িক সমৃদ্ধিহীন। কিন্তু আধ্যাত্মিকতার উচ্ছ্বাস তার জীর্ণ দেহে বাস করে।- অরবিন্দ ঘোষ

শান্তিই প্রথম শর্ত, যা ছাড়া কোনও কিছুই স্থিতিশীল হতে পারে না।- অরবিন্দ ঘোষ 

*[অসংখ্য বই,বিখ্যাত মানুষদের জীবনী,সংকলন গ্রন্থ,ম্যাগাজিনের পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করেই তুলে আনা হয়েছে ‘উক্তি খাতা’র অসংখ্য মনিমুক্তো।জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় না বলেই আমরা মনে করি।সীমাহীন এই জ্ঞানভান্ডারে আপনি স্বাগত।নিজে পড়ুন,অন্যকে পড়াতে শেয়ার করুন। ইংরাজিতে বিখ্যাত মানুষদের উক্তি পড়তে ক্লিক করতে পারেন www.whoquoteswhat.blogspot.com ব্লগ সাইটে।]               

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement