বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় – জর্জ হার্বাট


বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় – জর্জ হার্বাট 


[জর্জ হারবার্টকে (জর্জ হার্বাট ) মেটাফিজিক্যাল কবিদের একজন বলে মানা হয়। ১৫৯৩ সালের ৩রা এপ্রিল ইংল্যান্ডের মন্টগোমারি ক্যাসেলে জর্জ হারবার্ট জন্মগ্রহণ করেন। হারবার্টরা ছিলেন দশ ভাইবোন। ভাইদের মধ্যে জর্জ ছিলেন পঞ্চম। আর তাদের পরিবার ছিল এলাকার খুব সম্ভ্রান্ত পরিবারগুলোর মধ্যে একটা।ওয়েস্টমিনিষ্টার স্কুলে লেখাপড়া করেন জর্জ হারবার্ট। তারপর ট্রিনিটি কলেজে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে সেখানেই তিনি ১৬১৬ সালে ফেলো নিযুক্ত হন। তারপর তিনি ক্যামব্রিজের রিডার নিযুক্ত হন ১৬১৮ সালে। জড়িয়ে পড়েন স্থানীয় রাজনীতির সঙ্গেও। ১৬২৯ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জর্জ হারবার্টকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ ডিভোশনাল বা ভক্তিবাদী কবি হিসেবে বিবেচিত করা হয়। মৃত্যুর পরে তাঁর কবিতার সংগ্রহ ‘দ্য টেম্পল’ প্রকাশিত হয়। তা ছিল সপ্তদশ শতাব্দীর সর্বাধিক পঠিত এবং প্রভাবশালী সংগ্রহগুলির মধ্যে একটি।] *

.............................

পড়ুন বিখ্যাত মানুষদের কয়েকটি  বিখ্যাত উক্তি*


স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। – ডঃ এ.পি.জে.আব্দুল কালাম

ভীরুরা মরার আগে বারে বারে মরে।সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। – শেক্সপীয়ার

প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশী বিপজ্জনক। - আব্রাহাম লিংকন

সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল,তুমি কিছুই জানো না এটা জানা।– সক্রেটিস

আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। -মাইকেল জর্ডান

নেকড়ের পালের সঙ্গে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। – ড্যানিশ প্রবাদ

যে নদীর গভীরতা বেশি,তার বয়ে যাওয়ার শব্দ কম। – জন লিভগেট

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত। – উইলিয়াম সেক্সপিয়ার

তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো। — জন অফ কেনেডি

স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হল শিক্ষা। —অ্যালবার্ট আইনস্টাইন

জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। – জন ডব্লু গার্ডনার

তুমি যদি কোনও লোককে জানতে চাও,তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো - লেনিন

যার জীবনে যত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে৷ তার কারণ অন্ধকার অলিগলি পার হয়েই মানুষ আলোকবর্তিকার সন্ধান পায়৷ – ডেল কার্নেগি

আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে৷ – ডগলাস জেরলড

যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না। – জন বেকার

ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত। – জন ল্যাক হন

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষন কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। – রবীন্দ্রনাথ ঠাকুর

আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম। — হেলেন কেলার

জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস। – মার্ক টোয়েন

.....................................................................

*[অসংখ্য বই,বিখ্যাত মানুষদের জীবনী,সংকলন গ্রন্থ,ম্যাগাজিনের পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করেই তুলে আনা হয়েছে ‘উক্তি খাতা’র অসংখ্য মনিমুক্তো।জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় না বলেই আমরা মনে করি।সীমাহীন এই জ্ঞানভান্ডারে আপনি স্বাগত।নিজে পড়ুন,অন্যকে পড়াতে শেয়ার করুন। ইংরাজিতে বিখ্যাত মানুষদের উক্তি পড়তে ক্লিক করতে পারেন www.whoquoteswhat.com ব্লগ সাইটে।]      


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement