সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে – এপিজে আবদুল কালাম
[পুরো নাম আভুল পাকির জয়নুলাবেদিন আবদুল কালাম। একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানীর পাশাপাশি তিনি ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি (২০০২ - ২০০৭)। তাঁর জন্ম বর্তমান ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা (এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিষয় নিয়ে মাদ্রাজ ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পড়াশোনা করেছিলেন। জীবনে অনেক চড়াই উৎরাই পার হয়েছেন এপিজে আবদুল কালাম। চল্লিশ বছর তিনি ডিআরডিও ও ইসরোয় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয়।লিখেছেন একাধিক বই। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছিলেন কালাম।২০১৫ সালের ২৭শে জুলাই তারিখে তিনি পরলোক গমন করেন।]*
এ পি জে আবদুল কালামের উক্তি, যা আপনাকে সঠিক পথ দেখাবে *
নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পৃথিবীটা আমাদের বন্ধু। যারা কাজ করে ও স্বপ্ন দেখে প্রকৃতি তাঁদের সাহায্য করে।- এ পি জে আবদুল কালাম
সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।- এ পি জে আবদুল কালাম
কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়।- এ পি জে আবদুল কালাম
নেতা সমস্যায় ভয় পাবেন না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাঁকে কাজ করতে হবে সততার সঙ্গে।- এ পি জে আবদুল কালাম
উন্নত ও নিরাপদ ভারত রেখে যেতে পারলেই পরের প্রজন্ম আমাদের মনে রাখবে।- এ পি জে আবদুল কালাম
মন থেকে যারা কাজ করে না তাঁদের জীবন ফাঁপা। সাফল্যের স্বাদ তাঁরা পায় না।সত্যি হওয়ার আগে পর্যন্ত স্বপ্ন দেখে যেতে হবে।- এ পি জে আবদুল কালাম
কেবল বিশেষ সময়ে নয় সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে।- এ পি জে আবদুল কালাম
তরুণদের নতুন চিন্তা করতে হবে,নতুন কিছু ভাবতে হবে,অসম্ভবকে সম্ভব করতে হবে। তবেই তারুণ্যের জয় হবে।- এ পি জে আবদুল কালাম
উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।- এ পি জে আবদুল কালাম
এখন বিজ্ঞান জানতে ইংরেজি জানা দরকার। কিন্তু আমি বিশ্বাস করি দুই দশকের মধ্যে আমাদের ভাষায় বিজ্ঞানচর্চা শুরু হবে। আর তখন আমরা জ্ঞানবিজ্ঞানে জাপানিদের মতো এগিয়ে যাব।- এ পি জে আবদুল কালাম
*[অসংখ্য বই,বিখ্যাত মানুষদের জীবনী,সংকলন গ্রন্থ,ম্যাগাজিনের পাশাপাশি ইন্টারনেট দুনিয়ায় বিচরণ করেই তুলে আনা হয়েছে ‘উক্তি খাতা’র অসংখ্য মনিমুক্তো।জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় না বলেই আমরা মনে করি।সীমাহীন এই জ্ঞানভান্ডারে আপনি স্বাগত।নিজে পড়ুন,অন্যকে পড়াতে শেয়ার করুন। ইংরাজিতে বিখ্যাত মানুষদের উক্তি পড়তে ক্লিক করতে পারেন www.whoquoteswhat.blogspot.com ব্লগ সাইটে।]
0 মন্তব্যসমূহ